ওবায়দুল সমীর: একজন কবি, ছড়াকার, শিশুসাহিত্যিক। শিশু-কিশোরদের জন্যে লিখতেই স্বাচ্ছন্দ বোধ করেন। তিনি ১৯৬৭ সালের ৫ ফেব্রুয়ারি শেরপুর জেলা সদরের মধ্য শেড়িপাড়া, মিয়া বাড়ির সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। বর্তমানে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য হিসাবে আইন পেশায় নিয়োজিত আছেন। লেখালেখি করছেন ১৯৮৬ সাল থেকে। তিনি বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের একজন তালিকাভূক্ত গীতিকার এবং ঝইঈ৭১.ঈঙগ অনলাইন পোর্টালের সাহিত্য বিভাগ সম্পাদনার দায়িত্ব পালন করছেন। জনপ্রিয় ‘কিশোর বাংলা’ শিশূসাহিত্য পত্রিকার ঈদ সংখ্যা’২০ এ লেখকের প্রকাশিত সাম্প্রতিক বিশ্ব মহামারি করোনা ভাইরাস নিয়ে দেশের প্রথম কিশোর উপন্যাস “অদৃশ্য দানব” পাঠকের প্রশংসা কুড়িয়েছে।
তিনি শিশুসাহিত্যে অবদানের জন্য পেয়েছেন ‘কথন শিশুসাহিত্য সম্মাননা পুরস্কার-২০১৩’, রাইভা একাডেমি ‘গীতিকবি সম্মাননা-২০১৬’ ‘স্বকাল শিশুসাহিত্য পুরস্কার-২০১৮’ এবং সাম্প্রতিক দেশকাল পত্রিকা শিশুসাহিত্য সম্মাননা-২০১৯’।

তাঁর প্রকাশিত গ্রন্থ- স্মৃতির অরণ্যে তুমি (কাব্যগ্রন্থ-১৯৯৪), খাইছেরে ভাই খাইছে (ছড়াগ্রন্থ-২০১০), মন হারানোর দিন (কিশোর কবিতা-২০১১), ভূতের হাতে হাতকড়া (গল্পগ্রন্থ-২০১১), ওলট পালট (ছড়াগ্রন্থ-২০১২), পটলার পল্টু ভাই (কিশোর উপন্যাস-২০১৩), ঝড়ের শেষে (উপন্যাস-২০১৪), আই অ্যাম ভেরি সরিং (ছড়াগ্রন্থ-২০১৫), লাল্টু দ্য গ্রেট (কিশোর উপন্যাস-২০১৬), ভালো ভূত কালো ভূত (গল্পগ্রন্থ-২০১৬), আমি বাবার লালপরি (গল্পগ্রন্থ-২০১৮), কুড়িয়ে পাওয়া গ্রেনেড (মুক্তিযুদ্ধের কিশোর গল্পগ্রন্থ-২০১৯), ছক্কা ছড়ার ঝাঁপি (ছড়াক্কা-২০১৯) এবং ভূত ক’প্রকার এবং কী কী (ছড়াগ্রন্থ-২০২০)। মোট গ্রন্থসংখ্যা-১৪ টি।

Show sidebar

No products were found matching your selection.