কামরুন ঋজু : সত্যের মধ্যে যিনি প্রশান্তি খোঁজেন
কামরুন ঋজু চট্টগ্রামের সাহিত্যাঙ্গনে পরিচিত মুখ। কবিতা, গল্প, প্রবন্ধ ও ছোটোদের জন্য ছড়া লেখেন নিয়মিত। তিনি তাঁর লেখায় সবসময় সত্যকে তুলে ধরার প্রয়াস পেয়েছেন। নিজের চারপাশের জগৎকে তিনি তাঁর নানা রচনায় চিত্রায়িত করেছেন। লুনাচারস্কি বলেছেন, লেখক নিজে যে শ্রেণির অন্তর্গত সেই শ্রেণির মনস্তত্ত্ব কোনো না কোনভাবে সহিত্যে সর্বদাই প্রতিফলিত হয়’। রবীন্দ্রনাথ যাকে বলেছেন, ‘সত্যই সুন্দর, সুন্দরই সত্যই’। আমরা জানি, মানুষ সব সময় সত্যের সন্ধান করে এবং সত্যের মধ্যে তার প্রশান্তি খোঁজে। কবি কামরুন ঋজু ঠিক সেভাবে সত্যের সন্ধান করে চলেছেন তাঁর লেখায়।
তিনি যে সমাজে বসবাস করছেন, তার চারপাশে যতো মানুষ এবং তাঁদের জীবন-জীবিকা উপলব্ধি করে লিখে যাচ্ছেন একেকটি কবিতা।
তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘শেষ বসন্তের আশায়’ ২০০৯ সালে প্রকাশিত হয়। সেই গ্রন্থের বিভিন্ন কবিতায় নিজের অনুভব বর্ণিত হয়েছে। এরপর প্রচুর লিখলেও বইয়ের সংখ্যা বৃদ্ধি পায় নি।
কবি কামরুন ঋজুর জন্ম ১৭ নভেম্বর, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার এনায়েতপুর গ্রামে। বাবা এস এম নুর আহমেদ (মাস্টার), মা মাবিয়া বেগম। পেশা শিক্ষকতা। শিক্ষকতার পাশাপাশি লেখালেখি চালিয়ে গেলেও আকষ্মিক অসুস্থতার কারণে তা বন্ধ হয়ে যায়। অসুস্থতার জন্য শিক্ষকতা থেকেও অসময়ে অবসর নিতে বাধ্য হন। পরে কিছুটা সুস্থ হলে আবার তিনি লেখালেখিতে মনেযোগী হন।
কামরুন ঋজুর প্রথম লেখা প্রকাশিত হয় আশির দশকে ‘দৈনিক আজাদী’তে। বিভিন্ন পত্রপত্রিকা ও ম্যাগাজিনে তার লেখা গল্প, কবিতা, প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ২০২০ সালে প্রকাশিত হয় তাঁর ছড়াগ্রন্থ ‘মামার বাড়ি মজা ভারি’। তিনি কোমলপ্রাণ শিশুদের ভবিষ্যত নিয়ে তিনি ভাবেন। শিশুদের সুখ দুঃখ, হাসিকান্না তার মনকে নাড়া দেয় সবসময়। আর সে ভাবনা থেকেই তাঁর এই শিশুতোষ কাব্যগ্রন্থটি।
কামরুন ঋজু চট্টগ্রাম লেখিকা সংঘসহ নানা সংগঠনের সঙ্গে যুক্ত।
No products were found matching your selection.