নিভৃতচারী কথা সাহিত্যিক মহুয়া চৌধুরী (প্রকৃত নাম শাহীন সবুর মহুয়া) কবিতা গল্প প্রবন্ধ প্রত্যেকটি মাধ্যমে তাঁর বিচরণ ঋজু, সাবলীল ও স্বতঃস্ফূর্ত গতিময়, স্কুল জীবনেই দৈনিক আজাদীর আগামীদের আসরে তার লিখালিখির সূচনা। ছড়া ও ছোট গল্প দিয়েই লিখার শুরু। পারিবারিক পরিবেশটিও ছিলো সাহিত্য সংস্কৃতি মনস্ক। কথা সাহিত্যিক মমতাজ সবুরের তিনি তৃতীয় সন্তান। বাঁশখালী উপজিলার অন্তর্গত খানখানাবাদের সন্তান মহুয়া চৌধুরীর বাবা দক্ষিণ চট্টগ্রামের আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট আইনজীবি মরহুম আবদুস সবুর। ১৯৮২ সালে চট্টগ্রাম কলেজ থেকে অর্থনীতিতে অনার্স ও ১৯৮৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেন। ১৯৮৫ সালে নেন বি এড প্রশিক্ষণ। শিক্ষকতা তার প্রিয় অনুষঙ্গ। দেশে ও প্রবাস জীবনে দীর্ঘকাল শিক্ষকতার পর দেশে ফিরে সম্প্রতি একটি শিশুদের স্কুল পরিচালনা করছেন।

মহুয়া চৌধুরীর প্রকাশিত গ্রন্থসমূহ: কথারা মেলেছে ডানা (কাব্যগ্রন্থ) প্রবাসে শিকড়ের গল্প (গল্পগ্রন্থ), ধূসর বিকেলের পদাবলী (কাব্যগ্রন্থ)। প্রকাশের অপেক্ষায় আছে একটি গল্পগ্রন্থ ও একটি ভ্রমণকাহিনী।

দেশে বিদেশে ঘুরে বেড়ানো, লিখালিখি, কবিতা ও গান শোনা মহুয়া চৌধুরীর শখ। তিনি চট্টগ্রাম একাডেমি, চট্টগ্রাম লেখিকা সংঘের জীবন সদস্য।

Show sidebar

No products were found matching your selection.