শিবুকান্তি দাশ একজন স্বপ্রাণনিস্ট শিশুসাহিত্যিক। ইশকুল থেকে লেখালেখির হাতেখড়ি। লেখক হবেন এমন ভাবনা কখনো মনে আসেনি তার। মনের আনন্দে লেখে চলছে। শিশুদের মনোজগত নিয়ে তিনি ভাবেন। তাইতো নিজের জন্মস্থান চট্টগ্রামের পটিয়ায় প্রতিষ্টা করেছেন শিশু কিশোর অঙ্কন বিদ্যাপীঠ ‘পটিয়া আর্ট স্কুল’। শিশুদের শিক্ষা নিয়ে কাজ করতে ভালোবাসে।
লেখালেখির প্রথম ছড়া ছাপা হয় চট্টগ্রামের দৈনিক আজাদীর আগামীদের আসরে,১৯৮৯ সালে। শিশু সাহিত্যের সব মাধ্যমে তিনি বিচরণ করছেন এখন। র্দীঘদিনের চর্চায় লদ্ধ অভিজ্ঞতায় নতুন নতুন বিষয়ে লিখে যাচ্ছেন। তবে কিশোর কবিতা, গল্প ও উপন্যাস রচনায় বেশ মনোযোগি।

লেখালেখির জন্য অর্জন করেছেন নানা পুরস্কার ও সম্মাননা।
তিনি বাংলা একাডেমির সদস্য। জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য। চিটাগাং জার্নালিস্টস ফোরাম ঢাকার প্রতিষ্ঠাকালীন দপ্তর সম্পাদক,চট্টগ্রাম সমিতি ঢাকাও চট্টগ্রাম একাডেমির সদস্য। পটিয়া আইন কলেজের উদ্দ্যেত্তা প্রতিষ্টাতা। এছাড়া বহু সাহিত্য,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত আছেন।
পেশাগত জীবনে তিনি সাংবাদিক। চট্টগ্রাম থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক পূর্বকোণ’ ঢাকা অফিসের সিনিয়র প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা সব মিলিয়ে ২৮।
পুরস্কার-
অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার (২০১৭)
এম নরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার (২০০৭)
অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার (২০১৩)
শিশুসাহিত্য একাডেমি সম্মাননা (২০১৫)
পটিয়া মেরিট সান কেজি স্কুল সাহিত্য সম্মাননা (২০০৮)

Show sidebar

No products were found matching your selection.