অভিজিৎ বড়ুয়া ১৯৭৩ সালের ৭ই মার্চ চট্টগ্রামের স্বনামধন্য বৌদ্ধ পরিবারে জন্ম গ্রহণ করেন। পিতা-মাতা ছিলেন সমাজসেবক, বহুগ্রন্থ প্রণেতা, অর্থনীতি এবং বৌদ্ধদর্শনের উপর কলাম লেখক। পিতার কাছে বৌদ্ধদর্শন ও গৃহে পন্ডিত দার্শনিকদের পান্ডিত্যপূর্ণ আলোচনার পরিমন্ডলে বেড়ে উঠেছেন।

ভারতের ব্যঙ্গালোর হতে রূপার পদক ও দ্বিতীয় র‌্যাঙ্ক প্রাপ্ত হয়ে এম.বি.এ পাশ, ব্যঙ্গালোর বিশ^বিদ্যালয় থেকে বিবিএম পাশ, কম্পিউটারের বিভিন্ন ডিপ্লোমা কোর্স করে বিভিন্ন প্রতিষ্ঠানে সর্বোচ্চ পদে চাকরি করেন। এরপর শুরু করেন নিজের ব্যবসা।

চিরকুমার ভবঘুরে অভিজিৎ ঘুরে ফিরেছেন বাংলাদেশের শহর-জেলা-উপজেলায়- গ্রাম প্রান্তে, পৃথিবীর বিভিন্ন দেশে, মিশেছেন মানুষের সাথে, শুনেছেন মনের কথা-প্রাপ্তি-অপ্রাপ্তির গল্প আর দুঃখ-হাসি-কান্নায় হয়েছেন একাত্ব। থাকতে ভালোবাসেন নীরবে নিভৃতে ধ্যানে, যেন নিজকে খুঁজে ফেরা।

Show sidebar

No products were found matching your selection.