ইসমাইল জসীম। জন্ম ডিসেম্বর ১৬, ১৯৭১। গ্রামের বাড়ি আহলা, বোয়ালখালি, চট্টগ্রাম।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এম এ ডিগ্রি (১৯৯৬) অর্জনের পর সাংবাদিকতা পেশায় যুক্ত হন। ২ বছর সাংবাদিকতার পর নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন ব্যাংকার হিসেবে। ১৯৮৯ থেকেই লেখালেখির সাথে জড়িত। ছড়া, কবিতা, গল্প ও প্রবন্ধসহ সাহিত্যের সব শাখায় সমান পদচারণা থাকলেও কিশোর কবিতা চর্চায় বেশ মনযোগী। কিশোর কবিতা চর্চায় কৃতিত্ব স্বরূপ “কিশোর ও মেঘবালিকা” গ্রন্থের জন্য অর্জন করেন চট্টগ্রাম একাডেমি প্রদত্ত “ অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৩”। ইসমাইল জসীমের পিতার নাম মোজাফ্ফর আহমদ, মাতার নাম রোকেয়া বেগম।তিনি দীর্ঘ সময় ব্যাংকিং পেশায় নিয়োজিত থাকার পরও লেখালেখির সাথে নিজেকে রেখেছেন সচল।

প্রকাশিত গ্রন্থ :
১.খুকুর নাচন দেখা যা (শৈলী প্রকাশ-২০০২)
২.মন ছুঁয়েছে ঘুড়ি ( শৈলী প্রকাশ- ২০০৯)
৩.কিশোর ও মেঘবালিকা( সাহিত্যকাল -২০১৩)
৪.কিশোর জীবনী পুঁথিগবেষক আবদুস সাত্তার চৌধুরী (শৈলী প্রকাশন-১৯১৬)
৫.বাংলাদেশের আবৃত্তি উপযোগী কিশোর কবিতা( সম্পাদিত)(শৈলী প্রকাশন-২০১৮)
৬.আমার মায়ের মুখের হাসি ( সম্পাদিত) (শৈলী প্রকাশন-২০১৯)

পুরস্কার : “কিশোর ও মেঘবালিকা” কিশোর কাব্যগ্রন্থের জন্য অধ্যাপক খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৩।

Show sidebar

No products were found matching your selection.