জাকির হোসেন কামাল : দেশপ্রেমে উদ্বুদ্ধ এক দক্ষ কারিগর

জাকির হোসেন কামাল বাংলাদেশের শিশুসাহিত্য অঙ্গনে এক পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে তিনি ছড়া-কবিতা লিখে যাচ্ছেন। তাঁর ছড়া ও কিশোরকবিতা অনেকদিন ধরে পড়ছি। বিষয়-বৈচিত্র্য, শব্দ-কুশলতা, ছন্দ-নৈপুণ্য ও আঙ্গিক-বিশ্লেষণসহ নানা দিকে নতুন কিছু সৃষ্টির উন্মাদনায় তিনি সচেষ্ট। তাঁর সমগ্র কাব্যজীবনে নানামুখী রচনা তিনি আমাদের উপহার দিয়েছেন। ছড়ায় সমাজের নানাদিক যেমন উঠে আসে, তেমনি উঠে আসে সমাজের মানুষের বিচিত্র চরিত্র। তাঁর ছড়া শিশুদের মনোরঞ্জনে সক্ষম। তবে কিশোরকবিতায় তাঁকে আমরা পাই দেশপ্রেমে উদ্বুদ্ধ এক কারিগর হিসেবে। বেশিরভাগ কবিতার মূল সুর মূলত স্বদেশপ্রেম। দেশকে নিয়ে এত চমৎকার কবিতা তিনি আামদের সামনে উপস্থাপন করেছেন, যা সত্যিই প্রশংসার দাবিদার। সহজভাবে তিনি প্রকৃতির বর্ণনা দিয়েছেন, বাংলাদেশকে রূপায়িত করেছেন অত্যন্ত স্বাচ্ছন্দ্যে। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে : জন্মেছি এই দেশে, জনক তোমার কনক দ্যুতি, মাগো আমার মা ও ডাব্বু।
জাকির হোসেন কামালের কাব্যভাবনা ও লেখনী শক্তি প্রশংসার দাবিদার। তিনি লেখার মাধ্যমে সুখী-সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেন।

কবি জাকির হোসেন কামাল : দেশপ্রেমে উদ্বুদ্ধ এক দক্ষ কারিগর

জাকির হোসেন কামাল বাংলাদেশের শিশুসাহিত্য অঙ্গনে এক পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে তিনি ছড়া-কবিতা লিখে যাচ্ছেন। তাঁর ছড়া ও কিশোরকবিতা অনেকদিন ধরে পড়ছি। বিষয়-বৈচিত্র্য, শব্দ-কুশলতা, ছন্দ-নৈপুণ্য ও আঙ্গিক-বিশ্লেষণসহ নানা দিকে নতুন কিছু সৃষ্টির উন্মাদনায় তিনি সচেষ্ট। তাঁর সমগ্র কাব্যজীবনে নানামুখী রচনা তিনি আমাদের উপহার দিয়েছেন। ছড়ায় সমাজের নানাদিক যেমন উঠে আসে, তেমনি উঠে আসে সমাজের মানুষের বিচিত্র চরিত্র। তাঁর ছড়া শিশুদের মনোরঞ্জনে সক্ষম। তবে কিশোরকবিতায় তাঁকে আমরা পাই দেশপ্রেমে উদ্বুদ্ধ এক কারিগর হিসেবে। বেশিরভাগ কবিতার মূল সুর মূলত স্বদেশপ্রেম। দেশকে নিয়ে এত চমৎকার কবিতা তিনি আামদের সামনে উপস্থাপন করেছেন, যা সত্যিই প্রশংসার দাবিদার। সহজভাবে তিনি প্রকৃতির বর্ণনা দিয়েছেন, বাংলাদেশকে রূপায়িত করেছেন অত্যন্ত স্বাচ্ছন্দ্যে। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে : জন্মেছি এই দেশে, জনক তোমার কনক দ্যুতি, মাগো আমার মা ও ডাব্বু।
জাকির হোসেন কামালের কাব্যভাবনা ও লেখনী শক্তি প্রশংসার দাবিদার। তিনি লেখার মাধ্যমে সুখী-সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেন।

Show sidebar

No products were found matching your selection.