কবি রিজোয়ান মাহমুদ : যিনি সংযত আবেগ ও প্রচ- অনুভুতিপ্রবণ

কবিতা বিশ্লেষকদের মতে, অখ- ভাব ও বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ অর্থবোধক শব্দের কুশলী মেলবন্ধনে কবিতার সৃষ্টি। শব্দের মেলবন্ধনে ধ্বনি-ব্যঞ্জনা, সুর-ছন্দ, তাল-লয় সৃষ্টির সাথে সাথে অলঙ্কার সংযোজনের ফলে কবিতা শ্রুতিমধুর, আবেগমথিত ও রসময় হয়ে ওঠে।
কবি রিজোয়ান মাহমুদ তেমন এক শক্তিমান কবি, যিনি সংযত আবেগ ও প্রচ- অনুভুতিপ্রবণ। তাঁর কবিতা স্পন্দিত হৃদয়ের আবেগাকুল অনুভূতিকে এমনভাবে ব্যক্ত করে, যা কেবল সরল অর্থের মধ্যে সীমাবদ্ধ থাকে না, ‘সীমাতিরিক্ত এক অনির্বচনীয় জগতের অসীম দিগন্তে পাখা মেলে উড়তে থাকে’। তার পরিসীমা খুঁজতে হয় কল্পনার অতীন্দ্রিয় অনুভূতির জগতে।
তিনি ক্রমাগত একটি ঘোরের আবহ তৈরি করেন কবিতায়। তার ভাবনার জগতে ঢুকবার জন্যে তিনি রেখে দেন একাধিক সুড়ঙ্গ বা প্রবেশপথ। পংক্তি নির্মাণে যেমন কুশলী, তেমনি শব্দ ব্যবহারে যথেষ্ট সচেতন। তাঁর কবিতা জটিলও নয়, তরলও নয়। ভাব ও বোধ বেশ জমাট, শক্ত, আঁটোসাঁটো।
রিজোয়ান মাহমুদ একজন স্বপ্নচারী কবি। স্বপ্নের অতলান্ত গভীরে প্রবেশ করে ঐন্দ্রজালিক রূপ-রস-গন্ধময় শব্দের বৈভবে কবিতার অপরূপ চাকচিক্যময় ভুবন নির্মাণে তিনি পারদর্শী। টানা গদ্যে যেমন লিখেন, তেমনি লেখেন ছন্দের কবিতা।

সুরঙ্গী কবিতা শীর্ষক কবিতায় দেখি :
ক) আকাশ হাসুক আমার কারণে
তোমারও বিশদ মহিমা
তুমি-ই আমার চম্পক নগর
কাব্যবুবু, নির্ঝর অসীমা।
খ) দেহের কাজরী ভাঙে সব দিন বিনিদ্র বিলাপ
তোমার আদুর দেহে নামে আমার গিলাফ
যখনই খোঁজ রঙিন সাপের ফনা প্রতিদিন
ভেতরে উঠেছে নড়ে অবুঝ বদ্বীপ স্বাধীন স্বাধীন।
গ) শূন্য মসজিদ মন্দির
ঝাঁপিয়ে সর্পবিষ
তোমকে ছোঁবেনা কভু
কোবিড উনিশ!
ঘ) কবিতার নেশা মাতালের ভাষা
এতো শব্দের বিষণœ পোয়াবারো
বৃষ্টি ও নেশার জল সমটানে মিশে
বাড়ুক দহন রঙ্গিত আরও।

কবিতায় পাওয়া যায় এক ধরনের গীতিময়তা। তার দোলায় ব্যঞ্জনাময় হয়ে উঠেছে কবিতার শরীর। বোধ ও অভিজ্ঞতার জারক রসে সিক্ত তাঁর কাব্যভাষা, যে কাব্যভাষা মূলত ইঙ্গিতময়।
কবি রিজোয়ান মাহমুদের বেশ কয়েকটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তন্মধ্যে রয়েছে : গগণহরকরা ডাকে, দুপুরলতা, নীরবপুর, মুদ্রিত কামনা থেকে, উজানীনগরের কন্যারা, কাঠচেরাইয়ের শব্দ মাপছি দুপুরে। কবিতাগ্রন্থগুলো অসাধারণ।

কবি রিজোয়ান মাহমুদ একজন প্রাবন্ধিক, একজন কাব্য সমালোচক ও সম্পাদক। কবিতাবিষয়ক প্রবন্ধগুলো কাব্যপ্রেমীদের মনোযোগ আকর্ষণ করে।

Show sidebar

No products were found matching your selection.