সজল দাশ : শিশুসাহিত্যের দরদি লেখক
সজল দাশ। বাংলাদেশের শিশুসাহিত্যে এক উজ্জ্বল নাম। লেখালেখিতে আত্মপ্রকাশ সত্তর দশকের মাঝামাঝিতে। মাঝখানে কিছু সময় জীবনজীবিকার ঘূর্ণয়মান-বৃত্তে আবদ্ধ থাকার কারণে কিছুটা বিরতি ছিল। তবে গত কয়েক বছরে তিনি লেখায় এনেছেন তুমুল গতি ও সঙ্গতি, বলা যায় প্লাবন বয়ে দিয়েছেন। অনবরত লিখে চলেছেন দেশের নানা পত্রিকায়। একটার পর একটা বই প্রকাশ করছেন। লিখছেন ছড়া, কিশোরকবিতা; লিখছেন গল্প-উপন্যাস। মুক্তিযুদ্ধ, প্রকৃতি ও কিশোর জগৎ তাঁর কিশোরকবিতার উপজীব্য বিষয়। নানামাত্রিক ছড়া লিখে পেয়েছেন ব্যাপক পরিচিতি ও খ্যাতি।
শিশুসাহিত্যের দরদি লেখক হলেও বড়দের জন্যও সজল দাশ লিখছেন গল্প ও উপন্যাস। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে : সোমার জন্য ছড়া, উদোম, ভালো লাগার এপিঠ ওপিঠ, রঙবাহারি ছড়ার গাড়ি, সোলেমান মিয়ার গ্যারেজ, ছড়ার গাড়ি দিচ্ছে পাড়ি, কিশোর মুক্তিযোদ্ধার গল্প প্রভৃতি। সম্পাদনা করেছেন শিশুসাহিত্য সংকলন ‘আমরা যদি না জাগি মা’।
সজল দাশের জন্ম ২০ ফেব্রুয়ারি ১৯৬১, চট্টগ্রামের উত্তর নালাপাড়ায়। বর্তমানে শ্রীমঙ্গলে বসবাস। এসকেডি আমার বাড়ি তাঁর বিখ্যাত রিসোর্ট।
কবি ও ছড়াকার সজল দাশ

Show sidebar

No products were found matching your selection.